ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘ব্যান্ড ফেস্ট’ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:০৬, ১ ডিসেম্বর ২০১৮

চ্যানেল আইয়ের আয়োজনে পঞ্চমবারের মতো আজ অনুষ্ঠিত হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। এবারের ব্যান্ড ফেস্টে অংশ নিয়েছে- এলআরবি, উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তীরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেলসহ ১৭টি ব্যান্ড দল।

চ্যানেল আই প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় এসব ব্যান্ডের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হয় ব্যান্ড ফেস্টের দিনব্যাপী কার্যক্রম। অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
‘ব্যান্ড ফেস্ট’-এর শুরু থেকেই সঙ্গে জড়িত ছিলেন দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। মূলত তিনিই সামনে থেকে নতুন-পুরনোদের সম্পৃক্ত করতেন এই আয়োজনের সঙ্গে। কিন্তু এবারের আয়োজনে সেই আইয়ুব বাচ্চু নেই। তাই পঞ্চম আয়োজনটি উৎসর্গ করা হয়েছে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে।

এবারের আয়োজনে সর্বশেষ পারফর্ম করবে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি। এলআরবি নিয়ে হাজির হবেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার আইয়ূব।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে চ্যানেল আই। ব্যান্ড ফেস্ট ’১৮ উপস্থাপনা করছেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। এটি পরিচালনা করবেন অনন্যা রুমা।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি