ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান খোলা রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:১০, ২৪ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে ফাসের্মী, কাচাঁমাল পণ্য ও মুদি দোকান ব্যতীত অন্যান্য দোকানা খোলা রেখে সংক্রামক ছড়ানোর দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৭ হাজার ৪৭৭ টাকা জরিমানা আদায় করা হয়। 

নাসিরনগর সদরসহ ফান্দাউক ও ধরমন্ডল বাজারে দোকান খোলা রাখার দায়ে ইলেকট্রনিকস,চায়ের ষ্টল,সেলুনসহ ৫ ব্যবসায়ীকে ৭ হাজার ৪৭৭ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেষ্ট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার । এ ব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেষ্ট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংক্রমণ রোগে(প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নিমূর্ল) আইন ২০১৮ এর ২৫(১) (খ) ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। 

আরকে//    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি