ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

ব্রিটিশ এমপি হত্যায় সন্দেহভাজন তরুণ সন্ত্রাসবাদ আইনে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৭ অক্টোবর ২০২১

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেসকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তরুণ আলী হারবি আলীকে সন্ত্রাসবাদ আইনে আটক করা হয়েছে।

যুক্তরাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

শুক্রবার অ্যাসেক্সের লে-অন-সি শহরের বেলফেয়ার্স মেথোডিস্ট চার্চে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে বৈঠকে ছুরি মেরে হত্যা করা হয় ৬৯ বছর বয়সী কনজারভেটিভ পার্টির এমপি অ্যামেসকে।

পুলিশ জানিয়েছে, স্যার অ্যামেস হত্যায় সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী ব্রিটিশ নাগরিক আলীকে সন্ত্রাসবাদ আইন-২০০০ এর অধীনে লন্ডনের একটি থানায় আটক রাখা হয়েছে। তাকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে।

কয়েক বছর আগে সন্ত্রাসবাদ-প্রতিরোধী কর্মসূচি কাউন্টার-টেরোরিস্ট প্রিভেন্ট স্কিমের আওতায় নেওয়া হয়েছিল আলীকে।

তবে আলী ওই কর্মসূচিতে বেশি সময় ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। তিনি কখনো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ এর আগ্রহের কেন্দ্রেও ছিলেন না।

অ্যামেস হত্যায় প্রথমে আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও শুক্রবার রাতে তাকে সন্ত্রাসবাদ আইনে আটক দেখানো হয়।

শনিবার আদালত তাকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া শনিবার অ্যামেসের মৃতদেহের ময়না তদন্তও হয়েছে।

এএইচএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি