ঢাকা, শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫

ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ভাইবোনসহ নিহত ৩

 ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪০, ২৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ একই পরিবারের  তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।  

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার  মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি আক্তার (৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।  নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। 

এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছেন- নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলাও গাড়ীর চালক বিষু।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজন নিহত হন। 

অ্যাম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি