ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভাত আর পঞ্চাশ ব্যঞ্জন সাজিয়ে সাধের ভোজ খেলেন বিপাশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মা, শাশুড়ি আর স্বামীর চোখের মণি বিপাশা। গর্ভে প্রথম সন্তানের আগমনি। মাতৃত্বকালীন ফোটোশ্যুটের পর এ বার সাধের আয়োজন। রানির মতো সাধ খেলেন অভিনেত্রী।

জুঁই ফুলের মতো ঝরঝরে সাদা ভাত। তাকে ঘিরে ডাল, সাত রকম ভাজা, মাছ, মাংস, তরকারি, চাটনি, পায়েস এবং পোলাও-সহ আরও অজস্র পদ। শাঁখ-উলুধ্বনির মাঝে সাধের ভোজ খেতে বসলেন বিপাশা বসু। পরনে উজ্জ্বল গোলাপি সিল্কের শাড়ি। সঙ্গে হালকা সোনার গয়না। যেন বাঙালি ঘরের নববধূর বেশে ঝলমল করছেন ৪৩ বছরের অভিনেত্রী। পিতলের রেকাবিতে চন্দন, ধানদূর্বা নিয়ে এসে অন্তঃসত্ত্বা মেয়ের মাথা ছুঁয়ে আশীর্বাদ করলেন মা মমতা বসু। বিপাশা এবং তার হবু সন্তানের মঙ্গল কামনা করলেন। সেই মুহূর্ত নেটমাধ্যমে পোস্ট করে ‘জিসম’ নায়িকা বাংলায় লিখেছেন, ‘আমার সাধ! ধন্যবাদ মা।’

বৃহস্পতিবার সেই আনন্দ-আয়োজনে সঙ্গে ছিলেন বিপাশার স্বামী কর্ণ সিংহ গ্রোভার এবং তার মা দীপা সিংহ। তিনিও আশীর্বাদ করে তিলক এঁকে দেন বৌমার কপালে। মা আর শাশুড়ির আদরে আহ্লাদে ভাসেন নায়িকা। উৎসবের ধুমধাম শেষে ছবি পোস্ট করতে একটু দেরিই হয়ে যায় বিপাশার। মায়ের হাতের রান্নায় এমন সুস্বাদু সাধ তার জীবনে বিশেষ উপহার বলে জানান। সাধভক্ষণের ছবি, ভিডিও দেখে শুভেচ্ছায় ভরিয়ে দেন ভক্তরা। দেখা যায়, তারাও বেশির ভাগ বাংলায় মন্তব্য করেছেন। বিপাশা যতই বলিউড অভিনেত্রী হন, আজও যে তিনি বাংলার মেয়ে।

সূত্র: আনন্দবাজার

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি