ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ভান্ডারিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভান্ডারিয়া সংবাদদাতা

প্রকাশিত : ১০:১২, ২৭ মার্চ ২০২৪

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সূর্য উঠার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম পুষ্প স্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে দুপুরে পৌরসভার শেখ কামাল অডিটোরিয়ামে সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুর প্রতিভা শিল্প গোষ্ঠী ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এক আজান প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করেন এমপি মহিউদ্দিন মহারাজ।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল হাসপাতাল, এতিমখানায় ছিল বিশেষ খাবারের ব্যবস্থা।

এছাড়াও দিবসটি উদযাপনে শহরের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাষিত, আধা-স্বায়ত্বশাষিত সহ সব প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি