ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৪১: বিবিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এখন প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের কাশ্মীর অংশে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন। এ ছাড়া দুই দেশের আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক।

বিবিসি নিশ্চিত করে জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনায় ভারতশাসিত কাশ্মীরে নিহতদের সবাই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন অন্তত ৪৩ জন। সীমান্তবর্তী পুঞ্চ ও মেন্ধার এলাকায় গোলাবর্ষণ সবচেয়ে তীব্র ছিল বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে সংস্থাটি।

পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল বিবিসিকে বলেন, “বুধবার রাতে টানা কয়েক ঘণ্টা ধরে আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি। মানুষজন ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে, কেউ ঘুমাতে পারেনি। স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে পরিপূর্ণ।”

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় পাকিস্তানের ছয়টি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ওই হামলায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে। সেই ঘটনার পর থেকেই সীমান্ত জুড়ে অস্থিরতা বাড়ছে, আর এখন তা প্রাণঘাতী রূপ নিচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি