ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ভারত-বাংলাদেশের ইতিবাচক দিক জনগনের কাছে তুলে ধরার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৯:২৪, ১৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

ভারত-বাংলাদেশের সম্পর্কের ইতিবাচক দিকগুলো জনগনের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. ইয়াফেস ওসমান।
সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিন অনুষ্ঠানে তিনি জানান, স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী ভারতের সাথে সম্পর্কে নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এ’সময় বিএনপির ভিশন থার্টিকে, বিভিশন থার্টি বলেও উল্লেখ করেন মন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভারতের সাথে কুটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি