ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় মুখ জারিনা খান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

চলে গেলেন ভারতের টেলিভিশন জগতে কুমকুম ভাগ্য-খ্যাত অভিনেত্রী জারিনা রোশন খান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫৪ বছর বয়সেই মারা গেলেন এই টেলি অভিনেত্রী।

এদিকে জারিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা টেলিভিশন জগতে। জারিনা রোশনের মৃত্যুতে শোক প্রকাশ করেন সাব্বির ওলুওয়ালিয়া, স্মৃতি ঝা, ম্রুনাল ঠাকুররা। জারিনা রোশনের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন প্রয়াত অভিনেত্রীর সহঅভিনেতা সাব্বির আলুওয়ালিয়া।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে জারিনার মৃত্যুর খবর প্রকাশ করে লেখেন ইয়ে চান্দ সা রোশন চেহরা। কুমকুম ভাগ্য-এর এক সময়ের অভিনেত্রী ম্রুনাল ঠাকুর লেখেন, সত্যিই দুঃখজনক এবং হৃদয় ভেঙে যাওয়ার মতো খবর।

কুমকুম ভাগ্যের পাশাপাশি ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়-তে অভিনয় করেন জারিনা রোশন। সম্প্রতি বলিউডে পা রাখার প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। 

প্রসঙ্গত, বলিউডে পা রাখার আগে কুমকুম ভাগ্য-তে অভিনয় করেন ম্রুনাল ঠাকুর।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি