ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ভারতে আনসারুল্লাহ সদস্য গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের মুজাফফরনগরে বাংলাদেশের জঙ্গি দল আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের সন্ত্রাসবিরোধী বিশেষ স্কোয়াড এটিএস-এর মহাপরিদর্শক অসিম অরুণ গণমাধ্যমকে বলেন, মুজাফফরনগরের কুটেসারা এলাকা থেকে রোববার আবদুল্লাহ নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সংস্থার মতে, আবদুল্লাহ উত্তর প্রদেশে আছেন ২০১১ সাল থেকে। প্রথম দিকে দেওবন্দে থাকলেও গত এক মাস ধরে তিনি মুজাফফরনগরের কুটসেরা এলাকায় অবস্থান করছিলেন বলে ভারতীয় গোয়েন্দাদের ভাষ্য। আবদুল্লাহর কাছ থেকে ভুয়া রেশন কার্ড, পাসপোর্ট এবং আরও ১১টি বিভিন্ন ধরনের জাল পরিচয়পত্র উদ্ধার করেছেন গোয়েন্দারা। খবর: এনডিটিভি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি