ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভারতে করোনায় একদিনে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১২ মে ২০২১

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ২০৫ জন মহামারী করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে দাঁড়ালো। একদিনে সর্বোচ্চ মৃত্যুর এটি একটি নতুন রেকর্ড।

এদিকে ভারতে ২৪ ঘণ্টায় আরো ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জনের দেহে কোভিড-১৯ রোগের সংক্রমণ সনাক্ত হয়েছে। বুধবার হাল নাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ৬৪২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ১.০৯ শতাংশ।

স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে বর্তমানে চিকিৎসাধীন রোগির সংখ্যা ৩৭ লাখ ৪ হাজার ৯৯ জন। আর এ সংখ্যা মোট আক্রান্তের ১৫.৮৭ শতাংশ। এদিকে দেশটিতে এ রোগ থেকে সেরে ওঠার হার বেড়ে ৮৩.০৪ শতাংশে দাঁড়িয়েছে।

আইসিএমআর জানায়, ১১ মে পর্যন্ত ভারতে মোট ৩০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৯৯১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কেবলমাত্র মঙ্গলবার দেশটিতে ১৯ লাখ ৮৩ হাজার ৮০৪ জনের এ ভাইরাস পরীক্ষা করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি