ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভারতে পুরনো ১০ টাকার নোট দিলে ২৫ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ১৭ জুন ২০২১ | আপডেট: ০৯:৪৯, ১৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

ভারতে পুরনো ১০ টাকার নোট বেচে ২৫ হাজার টাকা অর্জনের অফার দিয়েছে একটি সংস্থা। তবে সেই পুরনো নোটের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে তারা। ‘কয়েনবাজার’ নামের ওই প্রতিষ্ঠানটির দেওয়া শর্তগুলো মানলেই হাতে পেয়ে যাবেন ২৫ হাজার টাকা।

শর্তগুলোর মধ্যে, পুরনো সেই ১০ টাকার নোটের এক পিঠে অবশ্যই থাকতে হবে অশোকস্তম্ভ এবং অন্য পিঠে নৌকার ছবি। নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সিডি দেশমুখের স্বাক্ষর থাকতে হবে। এছাড়া ‘১০ রুপিজ’ এই কথাটা ইংরেজি হরফে লেখা থাকতে হবে নোটের পিছনের পিঠের দুই প্রান্তে।

এই শর্তগুলো যদি আপনার নোটের সঙ্গে মিলে যায় তাহলে প্রথমে কয়েনবাজার ডট কম-এ লগ অন করতে হবে। ওই ওয়েবসাইটের হোমপেজে ‘ক্লিক অন রেজিস্ট্রেশন’-এ ক্লিক করে বিক্রেতা হিসেবে নিজের নাম রেজিস্টার করতে হবে। তারপর বিক্রির জন্য ১০ টাকার নোটের ঠিক মতো ছবি তুলে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করতে হবে। 

কয়েনবাজার সেই নোটের বিজ্ঞাপন দেবে। সেই বিজ্ঞাপন দেখে ক্রেতারা নোট বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে ২৫ হাজার টাকায় দিয়ে নিয়ে নেবেন।

সূত্র: আনন্দবাজার

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি