ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতে মুসলিমকে পিটিয়ে হত্যায় গ্রেফতার ৫

প্রকাশিত : ১৩:০৩, ২৫ জুন ২০১৯ | আপডেট: ১৩:২৩, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের পূর্বাঞ্চলের প্রদেশ ঝাড়খন্ডে ২৪ বছর বয়সী তাবরেজ আনসারী পুলিশের গ্রেফতার অবস্থায় মারা যান। পরিবার থেকে অভিযোগ করা হয় পুলিশ যথাযথ চিকিৎসা প্রদান না করায় তাবরেজের মৃত্যু হয়েছে। তাবরেজকে নির্যাতনের দায়ে স্থানীয় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

তাবরেজ আনসারির বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে তার ওপর নির্যাতন চালানো হয়। কিন্তু এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে।

যেখানে দেখা যায়, তাবরেজকে হিন্দু দেবতাদের নাম নিতে বাধ্য করা হচ্ছে এবং তিনি জীবন ভিক্ষা চাচ্ছেন।

এ ব্যাপারে তাবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন বলেন, নির্যাতনের পর সারারাত একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় তাকে এবং পরদিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ তাকে চুরির অভিযোগে গ্রেফতার করে। অসুস্থ থাকার পরেও গ্রেফতারের চারদিন পর তাকে হাসপাতালে স্থানান্তর করে পুলিশ।

পারভিন আরও বলেন, হিন্দু দেবতাদের প্রশংসা করতে অস্বীকৃতি জানানোর জন্য তাকে একটানা নির্যাতন করা হয়।

তবে ঝাড়খন্ডের পুলিশ তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছে। গত কয়েক বছরে ধরে ঝাড়খন্ডে এমন বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে।

সূত্র : বিবিসি বাংলা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি