ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতে সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্র নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:০৫, ২৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ সাত মেডিকেল কলেজের ছাত্র নিহত হয়েছেন।

ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়।

জানা গেছে, ঘন অন্ধকারের মধ্য দিয়ে গাড়িটি চালিয়ে যাওয়ার সময় এর সামনে একটি বন্য প্রাণী চলে আসে। এতে চালক আচমকা ব্রেক করতেই গাড়িটি উল্টে পাশের নর্দমায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত মেডিকেল কলেজের শিক্ষার্থীর। নিহতদের মধ্যে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে অবিষ্কার রাহাংদালেও ছিলেন।

ওয়ার্ধার এসপি প্রসাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলি যাচ্ছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ডপছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্র: আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি