ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোম কোয়ারেন্টিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৮ মার্চ ২০২০ | আপডেট: ১৬:৫৪, ১৮ মার্চ ২০২০

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ- সংগৃহীত

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ- সংগৃহীত

Ekushey Television Ltd.

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তিনি এ ঘোষণা দেন। খবর ইন্ডিয়া টুডে’র।

ঐ টুইটে তিনি লিখেছেন, ‘আমি একটি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার হাসপাতালে পরবর্তী সময়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে আমি স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছি। কিন্তু আমার শরীরে করোনা ভাইরাস নেগেটিভ ধরা পড়েছে।’

উল্লেখ্য, গত ১৪ মার্চ শ্রী চিত্রা ট্রাইব্যুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে একটি কর্মসূচিতে অংশ নেন মুরালিধরন। সেখানকার এক চিকিৎসক স্পেন থেকে ফিরে আসেন, যেটা গোপন রাখা হয়েছিল। একদিন পর তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। ঐ চিকিৎসকের সংস্পর্শে আসা প্রতিষ্ঠানটির ২৫ চিকিৎসকসহ ৭৬ কর্মকর্তা স্বেচ্ছায় কোয়ারেন্টিনে গেছেন।

ভারতে প্রাণঘাতি করোনা ভাইরাসে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। দেশটিতে বর্তমানে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি