ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরও দেশের জন্য বিপদজ্জনক হবে বলে জানিয়েছে বিএনপি

প্রকাশিত : ১৪:২০, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১৪, ১৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের সঙ্গে সামরিক চুক্তি তো নয়ই, এমনকি সমঝোতা স্মারক স্বাক্ষরও দেশের জন্য বিপদজ্জনক হবে বলে জানিয়েছে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সমঝোতা স্মারক স্বাক্ষর করলে ভারত তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশকে ব্যবহার করবে। এ’সময় ট্রানজিটের সমালোচনা করে রিজভী বলেন, ভারতের সঙ্গে ৫০টি চুক্তি এখনও গোপন রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি