ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে শি ও পুতিনকে আমন্ত্রণ বাইডেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২৭ মার্চ ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে যে ভার্চুয়াল জলবায়ু সম্মেলনের আয়োজন করছেন তাতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন।

হোয়াইট হাউস এক ঘোষণায় এ কথা জানিয়েছে।

মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্র অগ্রগামী ভূমিকা পালনে তার পূর্বের অবস্থায় ফিরে আসার লক্ষে দু’দিনের যে সম্মেলনের আয়োজন করছে তাতে বিশ্বের ৪০টি দেশের নেতাকে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এতে বড়ো অর্থনীতির দেশগুলোকে প্রাধান্য দেয়া হয়েছে যারা বিশ্বে কার্বন নিঃস্বরনের জন্যে ৮০ ভাগ দায়ী।

শি ও পুতিন সম্পর্কে বাইডেন বলেন, তারা জানেন যে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাদের কারো সাথেই আমার কথা হয় নি।

আগামী ২২ ডিসেম্বর যুগপৎভাবে আর্থ ডে’তে অনলাইনে সম্মেলনটি শুরু হচ্ছে। এদিকে নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের উদ্যোগে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্যারিস জলবায়ু সম্মেলন থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পর বাইডেন দায়িত্ব নেয়ার প্রথম দিনই চুক্তিতে ফেরার যে অঙ্গীকার করেছিলেন তা তিনি রেখেছেন।

কারণ বাইডেন বিশ্ব উষ্ণতাকে তার কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রেখেছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি