ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

টালিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সূত্রে এ খবর জানা গেছে। তাকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা। 

রবিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিলেও উদ্বেগ এখনও কাটেনি। জ্বর ও অন্যান্য সমস্যাগুলো রয়েছে। কিন্তু রাতের দিকে তার অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। তৎপরতা বেড়েছে হাসপাতালেও। 

রবিবার সন্ধ্যায় বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, সৌমিত্রের শারীরিক অবস্থা একই রকম রয়েছে। তার মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা ও উদ্বেগ লক্ষ করা যাচ্ছে। 

কিন্তু গভীর রাতে চিকিৎসকদের সূত্রে জানা যায়, জ্বরের পাশাপাশি সংক্রমণ রয়েছে বুকে। বেড়েছে অস্থিরতা। তাকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, শনিবার রাতে সৌমিত্রকে দু’ইউনিট প্লাজমা দেওয়া হয়েছিল। রবিবার দেওয়া হয়েছে আরও এক ইউনিট।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্রকে উচ্চ মাত্রায় অক্সিজেন (মিনিটে ১৫ লিটার) দিতে হচ্ছে। সেই সঙ্গে উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ এবং ‘কোভিড এনকেলোপ্যাথি’ (মস্তিষ্কে কোভিড সংক্রমণের প্রভাব) চিকিৎসকদের চিন্তায় রয়েছে। এ ছাড়া, তার প্রস্রাবে ই-কোলাই পাওয়া গেছে। দেহে সোডিয়াম বেড়েছে, পানির ঘাটতিও রয়েছে। রবিবার রাতেও শিল্পী অস্থির এবং অসংলগ্ন অবস্থায় ছিলেন। তবে জ্বর ১০১ ডিগ্রির বেশি ওঠেনি। করোনা নিয়ন্ত্রণ ছাড়াও চিকিৎসকরা তার স্নায়বিক পরিস্থিতি জরিপ করা, হৃৎস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণ এবং পারিপার্শ্বিক সংক্রমণ মোকাবিলায় জোর দিচ্ছেন।

জানা গেছে, গত বছর গুরুতর নিউমোনিয়ার শিকার হয়েছিলেন তিনি। এ সব মাথায় রেখেই চিকিৎসার পদক্ষেপ ঠিক করা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালের ১০ জন ছাড়াও ছ’জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিস্থিতি পর্যালোচনা করছেন। শিল্পীর বয়স এবং নানা আনুষঙ্গিক রোগ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, করোনার করণে বন্ধ রাখা হয়েছিল টালিপাড়ার সব কাজ। এর পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় শ্যুটিং। সৌমিত্রকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছিল। সেই তথ্যচিত্রের কাজ করছিলেন তিনি। তার মধ্যেই করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি হন অভিনেতা। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইটিইউ-তে  স্থানান্তরিত করা হয়। শনিবার সকাল থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি। তবে চিকিৎসকদের মতে, তার সেরে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কো-মর্বিডিটি এবং তার বয়স। ক্যানসারকে জয় করলেও নানান শারীরিক জটিলতা রয়েছে তার।
সূত্র : আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি