ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ভালোবাসা দিবসে ন্যান্সির ‘জলরঙ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শ্রোতাদের জন্য আসছে ভালোবাসা দিবসে ন্যান্সি নিয়ে আসছেন নতুন একটি গান। গানটির শিরোনাম ‘জলরঙ’। গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী বাশার।

‘জলরঙে এঁকেছি দেখো, মিথ্যে এক ছবি, সুখ ভাসে লোনা জলে, ভুলেছো কেন তুমি’ এমন গানের কথাগুলো লিখেছেন রেজাউর রহমান রিজভী। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস।

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘জলরঙ’ শিরোনামের এই গানটির কথা ও সুর অনেক সুন্দর। আর সজীব দাসের সুরে বাশারের সঙ্গে এবারই প্রথম গান গাইলাম। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’

বাশার বলেন, ‘আমার অনেক প্রিয় একটি গান ‘জলরঙ’। গানের কথাগুলো যেমন অসাধারণ, তেমনি সজীব দা গানটির দারুণ সুর-সংগীত করেছেন। আর ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান করলাম। নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা।’

সামনের ভালোবাসা দিবস উপলক্ষে ‘জলরঙ’ গানটির লিরিক্যাল ভিডিও ইউটিউবে ‘সাদামাটা’ চ্যানেলে মুক্তি পাবে। গানটি বাশারের প্রথম একক অ্যালবাম ‘জলরঙ’-এ থাকবে। অ্যালবামের অন্য দুটি গানেরও সুর-সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। এ বছরেই অ্যালবামটি প্রকাশ করা হবে।


এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি