ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ভাসানচরকে সন্দ্বীপের সীমানায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ৭ নভেম্বর ২০১৯

সন্দ্বীপের সাবেক ন্যায়ামস্তি ইউনিয়ন বর্তমান ভাসানচরকে সীমানা নির্ধারণ ব্যতিত হাতিয়া-নোয়াখালীর থানা ঘোষনার প্রতিবাদ ও সন্দ্বীপের মূল ৬০ মৌজা জরিপের মাধ্যমে বুঝিয়ে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ পূর্বক সংবাদ সম্মেলন আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ  উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ ডেভেলপম্যান্ট ফোরাম ঢাকার সভাপতি নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রফেসর মো. দিদারুল আলম, শামসুল কবির খান, মাইনুর রহমান, শিক্ষাবিদ ও চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর প্রিঞ্চিপাল ড. সালেহা কাদের, ড. প্রশান্ত কুমার ব্যানর্জী, এম জি ফারুক, লায়ন আজিজুল হক, সাংবাদিক শাহাদাৎ হোসেন আশরাফ, চৌধুরী হেদায়েতুল ইসলাম শান্ত, এম এন হুদা, হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, আনোয়ারুল আলম মঞ্জু, আব্দুল কাইয়ুম, রাশেদুর রহমান মেনন।

সন্দ্বীপ ডেভেলপম্যান্ট ফোরাম ঢাকা, সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সোনালী মিডিয়া ফোরাম ঢাকা, হরিশপুর ইউনিয়ন নদী সিকস্তি পুনর্বাসন কমিটি ঢাকা, সন্দ্বীপ ষ্টুডেন্ট ফোরাম ঢাকা, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল এসোসিয়েশন, সন্দ্বীপ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া আন্দোলনের  সম্পৃক্ততা প্রকাশ করেছে যুক্ত আরো দুটি সংগঠন। সংগঠন দুটি হচ্ছে- মুছাপুর বদিউজ্জামান হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ ও সাউথ সন্দ্বীপ হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ। প্রবাস থেকে এই আন্দোলনের সাথে একাত্ম হয়েছেন সন্দ্বীপ সমিতি ইউকে।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর, রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভা করা হয়। গত ১ নভেম্বর জাতীয় প্রেসক্লাব সহ চট্টগ্রাম , সন্দ্বীপ, আরব আমিরাত ও নিউইয়র্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনের পরে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জাতীয় প্রেসক্লাবে গন-অনশন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
কেআই/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি