ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ভাস্কর্য অপসারণ ও পুনরায় স্থাপন নিয়ে আর কোন বিতর্ক চান না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৭, ২৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ ও পুনরায় স্থাপন নিয়ে আর কোন বিতর্ক চান না সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। তবে, প্রধান বিচারপতিকে সবকিছুর উর্ধ্বে থাকার কথা বলেন কেউ কেউ। এদিকে, ভাস্কর্য অপসারণের প্রতিবাদে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আসামিদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
২০১৬ সালের শেষ দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয় নতুন ভাস্কর্য। এর প্রায় দুই মাস পর এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম।
এক পর্যায়ে সুপ্রিম কোর্ট চত্বরে এমন ভাস্কর্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এরপর ভাস্কর্য রাখার পক্ষে বিপক্ষে চলে বিবৃতি- আন্দোলন। বৃহস্পতিবার ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুন:স্থাপন করা হয়।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মনে করেন, যেহেতু ভাস্কর্য সরানো হয়েছে, তাই এ নিয়ে আর বিতর্ক হওয়া উচিত নয়।
ভাস্কর্য বসানো বা সরানোর বিষয়টি প্রধান বিচারপতির এখতিয়ার উল্লেখ করে, এ’সব বিষয়ে বিতর্কের উর্ধ্বে থাকার পরামর্শ দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
এদিকে, ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় গ্রেপ্তার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের জামিন দিয়েছে ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিকীর আদালত।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি