ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ভাড়া নিয়ে নৈরাজ্য থামছে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:৩৪, ১৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীতে সিটিং বাস সার্ভিস বন্ধ করার পর ভাড়া নিয়ে নৈরাজ্য থামছেই না। এতে ক্ষুব্ধ যাত্রীরা। এদিকে সংকট নিরসনে বিকেলে সবপক্ষের সাথে বৈঠকে ডেকেছে বিআরটিএ। এতে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আরো ৪ হাজার নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের পর থেকেই ভাড়া আদায় নিয়ে চলছে নৈরাজ্য। সেই সঙ্গে মালিক ও চালকরা কৌশলে বাসের সংখ্যা কমিয়ে দেন। যাত্রীর তুলনায় গণপরিবহন কম থাকায় ভোগান্তির শেষ নেই মানুষের।

তবে নামে লোকাল সার্ভিস হলেও ভাড়া আদায় করা হচ্ছে সিটিং সার্ভিসের মত।

মালিকদের চাপে আগের ভাড়া আদায় করছেন বলে জানালেন চালকরা।

মালিক আর যাত্রীদের দ্বীমুখী অবস্থানের কারণে অনেক চালকই রাস্তায় গাড়ী না নামিয়ে অলস সময় পার করছেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পরিবহন কোম্পানির নতুন বাস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি জানান, সবার কথা চিন্তা করে রাজধানীর পরিবহস সংকট নিরসনে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া হবে।

গণদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারীও দেন তিনি।

 দেখুন ভিডিও


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি