ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ভোগের প্রচ্ছদে মালালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৩ জুন ২০২১

Ekushey Television Ltd.

ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের জুলাই সংখ্যার প্রচ্ছদ হয়েছেন নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই। এতে তার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে। এ সংখ্যায় মালালার পরিচয়ে লেখা হয়েছে, তিনি একজন অধিকারকর্মী, লেখক, নারী শিক্ষার পক্ষে ক্লান্তিহীন প্রচারক, শিক্ষার্থী এবং হামলা থেকে বেঁচে ফেরা তরুণী।

টুইটার বার্তায় মালালা নিজেই ভোগের প্রচ্ছদটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে, তখন একজন তরুণীর হৃদয়ের শক্তি আমি উপলব্ধি করতে পারি। আমি আশা করব, প্রচ্ছদটি দেখে প্রতিটি তরুণী নিজের মধ্যে উপলব্ধি করবেন তাঁদের মধ্যে বিশ্বকে পাল্টে দেওয়ার শক্তি আছে।’

আলোকচিত্রী নিক নাইতের তোলা মালালার লাল রঙের পোশাকে তোলা একটি ছবি ভোগের প্রচ্ছদে ব্যবহার হয়েছে। ২৩ বছর বয়সী মালালাকে নিয়ে লিখেছেন সাংবাদিক শিরিন ক্যালে। ভোগের অনলাইন সংস্করণে বৃহস্পতিবার থেকে মালালার সাক্ষাৎকারের ভিডিও পাওয়া যাবে।

পাকিস্তানের প্রত্যন্ত এলাকা সোয়াত উপত্যকা। সেখানেই জন্ম মালালার। ওই এলাকায় তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। এ সময় চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে তিনি পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন।

২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। ২০১৭ সালে জাতিসংঘ তাঁকে শান্তির দূত হিসেবে নিয়োগ করেছে। গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে তিনি নারী ও শিশুদের জন্য নাটক ও তথ্যচিত্র নির্মাণে অ্যাপল টিভি প্লাসের সঙ্গে চুক্তি করেছেন।
সূত্র : ডন 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি