ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভোটের আগে সরব ময়মনসিংহের রাজনীতি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩০, ১০ নভেম্বর ২০১৮

ময়মনসিংহ দক্ষিণের মতো নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে উত্তরেও। উন্নয়নের স্বার্থেই জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে বলে মন্তব্য করছেন দলের নেতারা। আর বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবেন তারা।

সীমান্তবর্তী হালুয়াঘাট-ধোবাউড়া, ফুলপুর-তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল; এই ৫টি সংসদীয় আসন নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা গঠিত।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা শোডাউনসহ নানা কর্মসূচি পালন করছেন। উত্তর জেলার সব ক’টি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হবে- এই প্রত্যাশা নেতাদের।

মাঠে তৎপর না থাকলেও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই বেশির ভাগ আসনে জয়ী হবে।

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে ময়মনসিংহে ব্যাপক উন্নয়ন হওয়ায় জাতীয় পার্টি সব ক’টি আসনেই ভালো করবে বলে মনে করেন এই নেতা।

সব কাজে যাকে কাছে পাওয়া যাবে এমন প্রার্থীকেই এমপি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।

ময়মনসিংহ উত্তর জেলার ৫ আসনে মোট ভোটার ১৬ লাখ ২৮ হাজার ৩০৮ জন।

ভিডিও:


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি