ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভোলায় দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো বৃষ্টি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮, ২৩ অক্টোবর ২০২০

বঙ্গোসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় গত রাত থেকে শুরু করে আজ শুক্রবার দুপুর পর্যন্ত টানা ভারি বর্ষণ, থেমে থেমে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি হচ্ছে। 

এতে করে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। বৃষ্টির কারণে সাধারণ মানুষ ঘর থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হতে পারছে না। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা।  

বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা থেকে বরিশাল, লক্ষীপুরসহ সকল রুটের লঞ্চ, ফেরী চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এদিকে দুযোর্গকালীন পরিস্থিতি মোকাবেলায়া দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি প্রস্তুতি সভা করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি