ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩০, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় নতুন একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এই মজুদের ফলে ভোলায় এখন গ্যাসের মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে দশমিক ট্রিলিয়ন কিউবিক ফিট (টিএসপি)।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই জেলায় আরো খনন কাজের মাধ্যমে এখানে আরো বেশি গ্যাস প্রাপ্তির আশা করছে বাপেক্স।

জেলার ভেদুরিয়া ইউনিয়নে আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রে ৬শ’বিলিয়ন কিউবিক ফিট (বিসিএফ) প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে।

পেট্রোবাংলার সূত্র অনুযায়ী দেশে ২৬টি গ্যাসক্ষেত্র রয়েছে এবং ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত তাতে ১৩ দশমিক ৬০ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। ভোলার নতুন গ্যাস ক্ষেত্রটি নিয়ে বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৭-এ দাঁড়িয়েছে।

 

সূত্র: বাসস

 

 

 

এম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি