ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

ভোলায় যুবলীগের সম্প্রীতি সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ২৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ভোলায় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে সমাবেশ করেছে জেলা যুবলীগ। শুক্রবার বিকেলে শহরের উকিলপাড়া শান্ত নীড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে ভোলা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক ব্যারিস্টার আরাফাত হোসেন খান, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন।

সমাবেশে ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ড. আশিকুর রহমান শান্ত বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে যারা বাংলাদেশ চায়নি তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে। 

তিনি আরো বলেন, আজকে যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাস্ট্র বানাতে চায় তারাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশের অভিবাবক হিসেবে থাকবেন ততদিন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত হানতে পারবে না।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি