ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভ্রমণকারীর করোনা পরীক্ষা বিনামূল্যে করবে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১ আগস্ট ২০২০

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। তাই ভ্রমণের ক্ষেত্রে করোনার পজিটিভ রিপোর্ট নিয়ে প্রবেশের অনুমতি দিচ্ছে কোন কোন দেশ। কিন্তু এর ব্যতিক্রম দেখিয়েছে জার্মানী।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরনের ভ্রমণকারীকে সে দেশে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা (পিসিআর বা পলিমার চেইন রিয়েকশন) করার সুযোগ দেওয়া হবে। খবর সিএনএন

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানান জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান। বিবৃতিতে তিনি বলেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি একটি পরিষ্কার সতর্কবার্তা। এই ভাইরাস কয়েকদিনেই চলে যাবে না। সুতরাং যে কেউ দেশে প্রবেশ করা মাত্রই স্বেচ্ছায় বিনা মূল্যের এ পরীক্ষাটি করা উচিৎ।

জার্মানি বর্তমানে করোনাভাইরাসের নতুন সংক্রমণে মুখোমুখি এবং দেশটিতে ধারণা করা হচ্ছে যে, যারা বাইরে থেকে দেশে ঢুকছেন তারেই এই ভাইরাস নিয়ে আসছেন।

এ পর্যন্ত জার্মানিতে ২ লাখ ১০ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে ৯ হাজার ১৪৭ জন প্রাণ হারিয়েছেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি