ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ভয়ঙ্কর ‘ফলেন কিংডম’র নতুন ট্রেইলার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফলেন কিংডম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী জুনে। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমার সিক্যুয়েল হিসেবে তৈরি করা হয়েছে। এরইমধ্যে সিনেমাটির নতুন ট্রেইলার মুক্তি দেয়া হয়েছে। প্রথম ট্রেইলারটি প্রকাশ করা হয়েছিল গত বছর। প্রথমটির চেয়ে দ্বিতীয় এই ট্রেইলারটি আরও বেশি ভয়ঙ্কর এবং কৌতূহলোদ্দীপক। এতে দেখানো হয়েছে, ডাইনোসর স্বয়ং ঢুকে পড়েছে বেডরুমে।

‘জুরাসিক ওয়ার্ল্ড : ফলেন কিংডম’ সিনেমাতে ক্রিস প্র্যাট ও ব্রাইস ডালাসের চরিত্র দুটি ফিরিয়ে আনা হয়েছে যারা ডাইনোসরকে বিলুপ্তির হাত থেকে রক্ষার চেষ্টা করেন। জে.এ.বেয়না পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ২২ জুন।

নতুন ট্রেইলার দেখুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি