ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ভয়াবহ যৌন অপরাধে আর কেলির আত্মসমর্পণ

প্রকাশিত : ১৫:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এবার যৌন অপরাধের অভিযোগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আরঅ্যান্ডবি’র সুপারস্টার আর কেলি। তার বিরুদ্ধে চারজন ভিক্টিমের ভয়াবহ যৌন অপরাধের ১০ দফা অভিযোগ আনা হয়েছে। এমন নির্যাতনের শিকারদের মধ্যে তিনজনই সংখ্যালঘু।

এ অভিযোগে সুপারস্টার শুক্রবার শিকাগো পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ৫২ বছর বয়সী আর কেলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দেয়ার পর তিনি আত্মসমর্পণ করেন।

তার বিরুদ্ধে বহুদিন ধরে রয়েছে শিশু পর্নোগ্রাফি, সংখ্যালঘুদের সঙ্গে যৌনতা সহ বহুবিধ অভিযোগ। এ সব অভিযোগে শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে তিনি শিকাগো পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তারপর তাকে নিরাপদ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি