ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

মজুরি চাওয়ার অপরাধে চোখ উপড়ে ফেললো মিলনের (ভিডিও)

প্রকাশিত : ১০:১৮, ৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

 

মজুরি চাওয়ার অপরাধে চোখ উপড়ে নেয়া টাঙ্গাইলের কিশোর মিলন অবশেষে ফিরতে পারলো নিজের বাড়িতে। এখনো হামলাকারীদের হুমকিতে ভয়ে দিন কাটছে মিলনের পরিবারের। আদালতে হত্যাচেষ্টা মামলা দায়েরের পর এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিচার দাবি করেছে এলাকাবাসী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় একমাসের চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে মিলন। তবে চিরতরে হারিয়েছে চোখের আলো।

টাঙ্গাইলের মির্জাপুরের মিলন ডিশ সংযোগের কাজ করতো চাচাতো ভাই মামুনের সাথে। গত ১২ এপ্রিল কাজ শেষে মজুরি চাইলে মামুন টেস্টার দিয়ে মিলনের চোখ উপড়ে ফেলে। শুধু তাই নয়, মিলনকে  তিনতলা থেকে ফেলেও দেয়া হয়। পরে ছাদ থেকে পড়ে গেছে বলে এলাকায় প্রচার করে মামুন। প্রথমে সবাই বিশ^াস করলেও মিলনের জ্ঞান ফেরার পর আসল ঘটনা বেরিয়ে আসে। মিলন জানায়, সহযোগীদের নিয়ে মামুন নিয়ে তাকে হত্যার চেষ্টা করে।

এদিকে সন্তানের এই দশায় দিশেহারা মিলনের পরিবার। মিলনের মা জাহানারা বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলেও আসামীরা হুমকি দিচ্ছে।

পুলিশ জানায়, মূল আসামী মামুন ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হলেও পলাতক আছে আরেক আসামী।

নির্মম এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি