ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মণ্ডপে মিমের সঙ্গে নাচলেন রিয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের দাদা বাড়ি বাগেরহাটে। এবারের পূজা দাদার বাড়িতে উদযাপন করছেন এই তারকা। কারণ বাগেরহাটের শিকদার বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ বানানো হয়েছে। চিত্রনায়ক রিয়াজও সেখানে গিয়েছেন পূজা দেখতে। মণ্ডপে মিমের সঙ্গে নাচেও অংশ নিয়েছেন তিনি।

অভিনেত্রী মিম তার ফেসবুক পাতায় কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে মিমের সঙ্গে নাচতে দেখা যায় নায়ক রিয়াজ ও মিমের দাদা লিটন শিকদারকে।

মিম বলেন, ভীষণ আনন্দে কাটছে দিন। অষ্টমীতে বাগেরহাট এসেছি। দশমীর পর ঢাকায় ফিরবো। তবে পূজার আনন্দের মাঝে প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ শোনার পর মনটা খারাপ হয়ে গেলো।

এর আগে অষ্টমীর সকালে হেলিকপ্টারে চড়ে বাগেরহাটে যান মিম। মিম বলেন, ‘আমার মাসির ছেলে লিটন শিকদার প্রতি বছর শিকদার বাড়িতে পূজার আয়োজন করেন। এবারও নানা আয়োজনে পূজার আনন্দ করছি।

প্রতিমার সংখ্যার বিচারে এটি শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পূজামণ্ডপগুলোর একটি বলা হচ্ছে। আর এই শিকদার বাড়িই অভিনেত্রী মিমের দাদার বাড়ি। সারা দেশ থেকেই অনেকেই বাগেরহাটের এই পূজা দেখতে যান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি