ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মমতাজের বৃহস্পতি তুঙ্গে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ফোক সম্রাজ্ঞী মমতাজ। অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ভক্তদের হৃদয় জয় করেছেন

ফোক, বিচ্ছেদী ও আধ্যাত্মিক গান দিয়ে। স্টেজ শো, টিভির পর্দার পর সোশ্যাল মাধ্যমেও নিজের অবস্থান জানান দিয়েছেন এই গায়িকা। তবে নতুন খবর হচ্ছে- প্রথমবারের মতো ইউটিউবে কোটি ভিউ পূর্ণ করেছে তাঁর ‘লোকাল বাস’। এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটির ভিডিও দেখা হয়েছে ১ কোটি ২২ হাজার ২৫৪ বার।

গত বছরের ২ সেপ্টেম্বর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটির ভিডিও। গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের কথায় গাটির সুর করেন প্রীতম হাসান ও লুৎফর হাসান। মমতাজের সঙ্গে কিছু অংশে কণ্ঠও দেন প্রীতম। র‌্যাপ পার্ট করেন সাফায়াত হোসেন।

তানিম রহমান অংশুর পরিচালনায় গানটির ভিডিওতে মমতাজের পাশাপাশি অংশ নেন অদিত রহমান, সৌমিক আহমেদ, টয়া, সাফায়েত হোসেন, প্রীতম হাসান প্রমুখ।

 

‘লোকাল বাস’ গানটি দেখতে ক্লিক করুন :


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি