ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে সহায়তা প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৯:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে নিহত ও আহত ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি