ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

মা ও দুই ছেলে হত্যার রহস্য উন্মোচন, মূল হোতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:৩১, ৩ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের বেলকুচির মবুপুরে মা ও দুই শিশু সন্তান হত্যার ঘটনায় জড়িত আইয়ুব আলী সাগর (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা-ভাগ্নী। 

সোমবার দুপুরে হত্যার রহস্য উদঘাটন সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল।

তিনি বলেন, সাগর পেশায় একজন তাঁতী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও এনজিওর ঋণের চাপে চরম হতাশাগ্রস্ত ছিল সাগর। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর রাতে ভাগ্নীর বাসায় টাকা ধার চাইতে যায় এবং ভাগ্নী টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির সিদ্ধান্ত নেয় সে। 

চুরির একপর্যায়ে ভাগ্নী রওশন আরা ঘুম থেকে জেগে উঠলে পাশে থাকা শীল-পাটার শীল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা করে সাগর। পরে শিশু জিহাদ (১০) ও মাহিন (৩) জেগে গেলে তাদেরও হত্যা করে সে।

এসপি আরিফুর রহমান আরও জানান, হত্যা শেষে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়ায় চলে যান হত্যাকারী সাগর।

এ ঘটনায় ১ অক্টোবর একটি হত্যা মামলা দায়েরের ভিত্তিতে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে আজ আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শনিবার (১ অক্টোবর) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলেসহ অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি