ঢাকা, রবিবার   ০৪ জানুয়ারি ২০২৬

মাটিভর্তি ট্রলির চাপায় কলেজছাত্রী নিহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২১, ৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কলারোয়ায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় কলেজপড়ুয়া ছাত্রী সুমাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। 

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। সে কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে সকাল ৮টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাইস্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুত গতির মাটি ভর্তি ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে মাটি ভর্তি ট্রলিটি সুমাইয়া খাতুনের ওপর দিয়ে চলে যায়। 

এতে ঘটনায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হতে থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ এসএম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি