ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

মাদক মুক্ত নীলফামারী গড়তে নানা উদ্যোগ (ভিডিও)

প্রকাশিত : ১০:১৯, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নীলফামারীতে বাড়ছে মাদকসেবীদের সংখ্যা। অধিকাংশ পরিবারেই রয়েছে মাদকাসক্ত সন্তান। নেশাগ্রস্থরা নেশার টাকা জোগার করতে পরিবারের উপর করে নানান অত্যাচার। জনগনকে সাথে নিয়ে তাই ‘মাদক মুক্ত’ নীলফামারী গড়তে শুরু হয়েছে নানা উদ্যোগ। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর কাজও শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

গত সাড়ে তিন বছরে, নীলফামারী জেলার ছয় থানায় প্রায় ১৩০০ মামলা হয়েছে শুধু মাদক নিয়েই। 

অসৎ সঙ্গ আর মানসিক অস্থিরতার কারণে, ছাত্র ও তরুনরাই বেশি মাদকাসক্ত হয়ে পড়ছে বলে মনে করেন অভিভাবকরা । 

বিভিন্ন রুট ব্যবহার করে মাদক বিক্রি হচ্ছে বলে স্বীকার করলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা।

দ্রুতই জেলাকে মাদক মুক্ত ঘোষণা করা হবে বলে জানান পুলিশ সুপার।

চলমান অভিযানে নীলফামারী মাদক মুক্ত হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

এসইউ/এসএ

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি