ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মাদাম ত্যুসো থেকে সরানো হল হ্যারি ও মেগানের ভাস্কর্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১৪ মে ২০২১

মাদাম ত্যুসো জাদুঘরের রাজপরিবারের অংশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মের্কেলের মোমের মূর্তি। রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাসবাস শুরু করার এক বছর পর এগুলো সরিয়ে নেওয়া হলো।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এই জাদুঘরে সাসেক্সের ডিউক এবং ডাচেস দম্পতির ভাস্কর্য রাজপরিবারের অংশ ‘উইন্ডজর হাউজ’ থেকে সরিয়ে এখন ‘হলিউড’ জোনে রাখা হবে।

রাজপরিবারের দায়িত্ব সমর্পন করে দেওয়া প্রিন্স হ্যারি ও মেগান স্বাধীনভাবে নিজেদের কর্মজীবন গড়তে এরই মধ্যে জনপ্রিয় বিনোদন কোম্পানি নেটফ্লিক্স, স্পটিফাই এবং অ্যাপলের সঙ্গে বিনোদন কনটেন্ট নির্মাণ ও প্রযোজনার চুক্তি সই করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিযেছে, অ্যাপেলটিভি প্লাসের জন্য যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাক্ষাৎকার অনুষ্ঠানের তারকা উপস্থাপক ওপরা উইনফ্রির সঙ্গে মানসিক স্বাস্থ্যের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের কাজ শুরু করবেন হ্যারি।

হ্যারি জানান, রাজবাড়ি থেকে অনেক দূরে আটলান্টিক মহাসাগরের এপারে দায়িত্বের ভার কম হওয়ায় কাঁধ উঁচু করে বাঁচতে পারছেন তিনি ও তার স্ত্রী মেগান।

‘আমি এখন আর্চিকে নিয়ে সাইকেলে ঘুরে বেড়াতে পারি, যা আমি আমার আগের জীবনে কখনোই করতে পারতাম না,’ বলেছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি