ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মানব পুঁজিতে বাংলাদেশের অবস্থান ১৬১ তম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মানব সম্পদ পুঁজিতে বাংলাদেশের অবস্থান ১৬১তম। বিভিন্ন দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিনিয়োগ বিশ্লেষণ করে যুক্তরষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন।

গবেষণাটি গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করে।

১৯৫টি দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিনিয়োগ বিশ্লেষণ করে এ গবেষণা পত্রটি প্রকাশ করা হয়। ১৯৯০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে দেশগুলোর জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা ও অভ্যাসের সমষ্টি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।  

গবেষণায় অবশ্য দেখা গেছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া অন্য সবার অবস্থান বাংলাদেশের চেয়ে বেশি।

মানব পুঁজির এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড এবং তালিকার নিচে রয়েছে অফ্রিকার দেশ নাইজার।

তবে ১৯৯০ সালের তুলনায় বাংলাদেশের অবস্থান উন্নত হয়েছে। ১৯৯০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৭০ তম।

আমাদের পাশ্ববর্তী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ১০২তম, ভুটান ১৩৩তম, মিয়ানমার ১৪০তম, নেপাল ১৫৬তম, ভারত ১৫৮তম এবং পাকিস্তান ১৬৪তম অবস্থানে রয়েছে। তালিকায় যুক্তারাষ্ট্রের অবস্থান ২৬টি দেশের পরে। 

প্রসঙ্গত বাংলাদেশ জনসংখ্যার বোনাসকাল অতিবাহিত করছে। ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। এই কর্মক্ষম মানুষগুলোকে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোললে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

 এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি