মানবপাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, বাংলাদেশী নিহত
প্রকাশিত : ১৪:৪১, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৫:৩৫, ১১ জুন ২০১৭

লিবিয়ার পশ্চিম উপকূলে মানবপাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের সময় এক বাংলাদেশী নিহত এবং দু’জন আহত হয়েছে। এছাড়া, একটি নৌকা থেকে আট শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে, তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সময় শুক্রবার ত্রিপলীর পশ্চিমে জাওয়াইয়া শহরের কাছে এ’ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশী ইউরোপে অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছেন লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাশেম। তিনি বলেন, শুক্রবার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী তিনটি নৌকা দেখতে পায় কোস্টগার্ড। নৌকা তিনটিতে ৫৭০ জন আরোহী ছিলেন। সেসময় মানব পাচারকারীদের সাথে কোস্টগার্ড সদস্যদের গোলগুলিতে ওই বাংলাদেশীর মৃত্যু হয়। প্রাণ বাঁচাতে অনেকেই সাগরে ঝাঁপ দেয়। এছাড়া, শনিবার ত্রিপলীর পূর্ব উপকূলে একটি নৌকা থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে, তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
আরও পড়ুন