ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২২ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগমকে।

পাশাপাশি নতুন সার্বক্ষণিক সদস্য হিসেবে একজন এবং অবৈতনিক সদস্য হিসেবে আরও ৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ড. কামাল উদ্দিন। এছাড়া অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগে পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিকা আফতাব, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব নমিতা হালদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও অবৈতনিক সদস্যদের নিয়োগদান করেছেন। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি