ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১৩:৫০, ১৫ মার্চ ২০১৯

মানিকগঞ্জে ট্রাক পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও হেল্পারসহ তিনজন নিহত হয়েছেন। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল সাতটায় ঢাকা-আরিচা মহাসড়কে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী রাইজিং ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক চাঁন মিয়ার (২৫) বাড়ি রংপুর জেলায় এবং হেলপার হাবিবুর রহমানের (২০) বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার ভাঙ্গারখোলা গ্রামে। আর পিকআপ ভ্যানের যাত্রী জিল্লুর রহমানের (২৭) বাড়ি একই উপজেলার তেঘুরি গ্রামে। তিনি একজন মুরগি ব্যবসায়ী।

ওসি লুতফর রহমান জানান, মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে পাটুরিয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার ও মুরগি ব্যবসায়ী মারা যান। পরে চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি