মানুষ প্রতিবাদ হিসেবে ভোটকেন্দ্রে যায়নি: মোশাররফ
প্রকাশিত : ১৬:১০, ১ মার্চ ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন (ডিএনসিসি) জনগণ প্রত্যাখ্যান করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার মৎস্যজীবী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন,‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন জনগণ যে বিশ্বাস করে না, গতকাল সেটা প্রমাণ করেছে।
ঢাকা উত্তর সিটির নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, এটা পরিষ্কার। এই মেয়র উপনির্বাচনে জাপার যিনি প্রার্থী ছিলেন,
তিনি বলেছেন, প্রায় ৪০টি কেন্দ্রে তিনি গিয়েছেন, সেখানে কোনো ভোটার দেখেননি। ৫ শতাংশ ভোটও পড়েনি। অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এই সরকার ও প্রশাসনের যে চেহারা দেখেছে, তার প্রতিবাদ হিসেবে গতকাল তারা ভোটকেন্দ্র যায়নি।
টিআর/
আরও পড়ুন