ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মার্কিন গোয়েন্দা প্রধানের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আরও একজনের বিদায়ের ঘটনা ঘটল। 

রাশিয়া ও উত্তর কোরিয়ার ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোয়াটস সম্পর্কে টানাপোড়েন চলছিল। এর জেরেই কোয়াটস পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

এক টুইটার বার্তায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মধ্য আগস্টে কোয়াটসের স্থলে অভিষিক্ত হবেন টেক্সাসের কংগ্রেসম্যান জন র‍্যাটক্লিফ। 

চলতি বছরের জানুয়ারিতে ইরানের হুমকির ব্যাপারে গোয়েন্দা বিভাগের প্রধানের প্রতিবেদনকে অকাজের এবং নিতান্তই সাদাসিধে বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। তারও বছরখানেক আগে ফিনল্যান্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা শুনে সংবাদমাধ্যমের সামনেই হেসে ফেলেছিলেন গোয়েন্দা প্রধান কোয়াটস।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি