ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মার্কেল ‘সত্যিকারের নেতা ও ভালো মানুষ’ : জেসিন্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ১৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে শ্রদ্ধা জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেছেন। ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে তার ১৬ বছরের নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘খুব ভালো ব্যক্তি’ হিসাবে বর্ণনা করেছেন।

নীতিনির্ধারণে নারীদের জন্য আদর্শ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে উচ্চ সম্মানে অধিষ্ঠিত নেতারা, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে একটি সিইও ফোরামে তাদের দেখা হয়েছিল। যেখানে আর্ডার্না তাদের মধ্যে প্রাথমিক বৈঠকের কথা স্মরণ করেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মার্কেল সম্পর্কে দেওয়া বক্তব্যে বলেন, “বিশ্বের সঙ্গে তার যোগাযোগ, চিন্তাশীলতা এবং অন্যের দৃষ্টিভঙ্গি শোনার ইচ্ছা ও গুরুত্ব দেয়া আমাকে মুগ্ধ করে। আমি মনে করি- “এটি একজন সত্যিকারের নেতার প্রতিচ্ছবি”। সেই সঙ্গে একজন খুব ভালো মানুষ।”

৬৭ বছর বয়সী মার্কেল নিজেকে একজন আইকন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। যিনি ২০০৫ সাল থেকে বিশ্বব্যাপী আর্থিক সংকট, ইউরো জোনে মন্দা এবং কোভিড-১৯ মহামারীর মতো মাইলফলক ইভেন্টগুলির মধ্যে জার্মানিকে পরিচালনা করেছেন এবং ইউরোপীয় ঐক্যে একজন চ্যাম্পিয়ন হিসাবে সমাদৃত হয়েছেন।

এই মাসের শুরুর দিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও মার্কেলকে একটি আড়ম্বরপূর্ণ বিদায় দিয়েছেন এবং তার মেয়াদ জুড়ে ইউরোপকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রশংসা করেছেন।
সূত্র : রয়র্টাস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি