ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মার্চে মুক্তি পাবে বঙ্গবন্ধুর বায়োপিক, শেষ শুটিং ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১১ অক্টোবর ২০২১

২০২২ সালের মার্চে মুক্তি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। আর চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হবে শেষ ধাপের শুটিং।

বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

জেমী জানান, মাস খানেকের মধ্যে সিনেমার দৃশ্যধারণ সম্পন্ন হবে। ইতোমধ্যে ভারত থেকে সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি পরিচালনা করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্যধারণ করা হয়েছে। ইতিমধ্যে সিনেমার আশিভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। বাকি অংশের দৃশ্যধারণ বাংলাদেশ ও কলকাতায় করা হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়েছিল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আগামী বছরের মার্চে মুক্তি পাবে সিনেমাটি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি