ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

মালদ্বীপ সঙ্কটকে ভারত বললো ‘বিরক্তিকর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:১০, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মালদ্বীপে চলছে এখন রাজনৈতিক সঙ্কট। এ সময় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ভারতের কাছে আহ্বান জানিয়েছেন সেনাসমর্থিত দূত পাঠাতে। তার জবাবে প্রথমবারের মতো প্রতিক্রিয়ায় ভারত বলেছে, মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিতে জরুরি অবস্থায় জারির ঘটনা ‘বিরক্তিকর’। 

একই সঙ্গে মালদ্বীপ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। সোমবার মালদ্বীপে জরুরি অবস্থার জারির পর দেশটির প্রধান বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাজনৈতিক বন্দি ও প্রধান বিচারপতিসহ দুই জ্যেষ্ঠ বিচারককে মুক্ত করতে সেনা সমর্থিত দূত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। তার ওই আহ্বানের পর প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি।

মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ বিরোধীদলীয় ৯ সংসদ সদস্যকে সন্ত্রাসবাদের মামলা থেকে অব্যাহতি দিয়ে সুপ্রিম কোর্ট এক আদেশ জারির পর পর্যটন স্বর্গ হিসেবে পরিচিত দ্বীপ রাষ্ট্রটিতে চরম রাজনৈতিক সঙ্কটের শুরু হয় গত সপ্তাহে।

বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতাদের মুক্তি দিতে ও বরখাস্তকৃত ১২ সংসদ সদস্যকে স্বপদে বহাল রাখতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন।

সোমবার দেশটিতে জরুরি অবস্থা জারির পর সুপ্রিম কোর্ট অবরুদ্ধ করে রাখতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যে মালদ্বীপের প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ এক বিচারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন নেতৃত্বাধীন সরকারের অস্বীকৃতি ও জনগণের সাংবিধানিক অধিকার স্থগিতের সিদ্ধান্তের বিরোধিতা করে নয়াদিল্লি।

‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারের বিষয়টিও উদ্বেগের।’

সাবেক প্রেসিডেন্ট নাশিদ বর্তমানে শ্রীলঙ্কায় নির্বাসনে রয়েছেন। সেখান থেকে এক টুইট বার্তায় তিনি মালদ্বীপের মারাত্মক এ রাজনৈতিক সঙ্কট সমাধানে প্রতিবেশি ভারতের হস্তক্ষেপ চেয়েছেন। টুইটে তিনি বলেন, বিচারক ও বিরোধীদলীয় রাজনীতিকদের মুক্ত করতে সেনাবাহিনীর সমর্থনে মালদ্বীপে দূত পাঠাতে মালদ্বীপের জনগণের পক্ষ থেকে আমরা বিনীতভাবে ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে মোহাম্মদ নাশিদ মালদ্বীপে ইয়ামিন সরকারের সঙ্গে অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছেন।  

এসি/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি