ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গোইতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২৯ মে ২০২১

Ekushey Television Ltd.

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কর্নেল আসিমি গোইতাকে ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণা দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে গত সপ্তাহে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। এই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী কর্নেল আসিমি গোইতা। 

শুক্রবার (২৮ মে) স্থানীয় সময় রাতে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গোইটা নেতৃত্ব দেবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।’ এ নিয়ে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান ঘটালেন তরুণ এ কর্নেল।

তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদঅ-এর পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আদালতের ঘোষণায় বলা হয়।

৩৮ বছর বয়সী গোইতা এর আগে সাবেক প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার তার নির্দেশেই এনদঅকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অবস্থায়ই বুধবার পদত্যাগ করেন এনদঅ এবং পরে বিষয়টি খোলাসা করা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি