মালেশিয়ায় বাংলাদেশি দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১১:৩০, ১৯ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ার মেলাকার ডুরিয়ান টুঙ্গাল এলাকার তামান সেম্পাকা ২-এ বাংলাদেশি দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ অক্টোবর) বিকেলের দিকে।
ছোটভাই প্রথমে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে পরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, সন্ধ্যা প্রায় ছয়টার সময় তারা দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝগড়ার শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ঘরটি অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেলে সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করে স্থানীয়রা এক সহকর্মীর সহায়তায় ঘরে প্রবেশ করেন এবং তখনই মর্মান্তিক দৃশ্যটি চোখে পড়ে।
পুলিশ জানিয়েছে, বড় ভাইয়ের মরদেহ রান্নাঘরে এবং ছোট ভাইয়ের মরদেহ শয়নকক্ষে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি দড়ি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ জুহাইলি মোহদ জিন জানান, দুই ভাই একই নির্মাণ কোম্পানিতে কাজ করতেন এবং প্রায়ই ঝগড়া করতেন। তিনি আরও বলেন, ছোট ভাই একজন ইন্দোনেশিয়ান নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তান রয়েছে, তবে ঘটনার আগে থেকেই স্ত্রী ও সন্তান নিখোঁজ ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহই এ ঘটনার সূত্রপাত। ঘটনার বিস্তারিত জানার জন্য ফরেনসিক বিভাগে দুই মরদেহ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।
এএইচ
আরও পড়ুন