ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মালয়েশিয়া হাইকমিশনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ১৯ অক্টোবর ২০২৩

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়'  প্রতিপাদ্যের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন নানা কর্মসূচি গ্রহণ করে।

কোরআন তেলোওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং শেখ রাসেলের উপর নির্মিত থিম সং এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এছাড়া হাইকমিশনের উদ্যোগে ২১ ও ২২ অক্টোবর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির ১২টি দলের অংশগ্রহণে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশু রাসেলসহ ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁদের রূহের মাগফেরাত কামনা করেন। 

তিনি বলেন, শৈশব থেকে দূরন্ত প্রাণবন্ত সকলের আদরের ছোট শিশু শেখ রাসেল ছিল অত্যন্ত বিনয়ী ও পরোপকারী। বিভিন্ন বর্ণনায় শিশু শেখ রাসেলের যে আদর্শ চারিত্রিক বৈশিষ্টের রূপ পাওয়া যায়, তা সকল শিশু-কিশোরের জন্য আদর্শ। 

হাইকমিশনার আরও বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাতে ঘাতকেরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে কোমলমতি শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করে, কিন্তু তারা সফল হয়নি। শেখ রাসেল আজ শিশুদের প্রতীক ও মানবিকসত্ত্বা হিসেবে বেঁচে আছে সবার মাঝে। শেখ রাসেলের সুন্দর পৃথিবীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করছেন তার প্রিয় 'হাসু আপা' বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান ও কাউন্সেলর ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) রাসেল রানা,পাসপোর্ট শাখার প্রথম সচিব মিয়া মো. কেয়ামউদ্দিন, প্রথম  সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও সুমন চন্দ্র দাস, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি